"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Comparative Advertising in Bengali

Comparative Advertising কাকে বলে?

Definition (1):

Comparative advertising বা তুলনামূলক বিজ্ঞাপন হলো একটি বাজারজাতকরণ কৌশল যেখানে একটি কোম্পানির পণ্য বা সেবাসমূহকে প্রতিযোগীদের তুলনায় উৎকৃষ্টতর হিসেবে উপস্থাপন করা হয়। একটি তুলনামুলক বিজ্ঞাপন প্রচারণায় একটি কোম্পানির পণ্যের বৈশিষ্ট্যসমূহের পাশাপাশি প্রতিযোগী পণ্যের বৈশিষ্ট্যসমূহের একটি তুলনা ছাপানো হতে পারে।

Definition (2):

একটি বিজ্ঞাপন যেখানে আপনি আপনার পণ্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিযোগী পণ্যসমূহের সাথে তুলনা করেন তাকে তুলনামূলক বিজ্ঞাপন বলা হয়।

Definition in English:

“Comparative advertising is advertising in which you compare your product either directly or indirectly with competing products.”

Use of the term in Sentences:

  • Some companies prefer comparative advertising to other marketing strategies.
  • You can do comparative advertising either positively or negatively.
Share it: