"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Bleeding Edge

Bleeding edge শব্দটি প্রযুক্তি শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং প্রায়শই এমন প্রযুক্তিগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যেগুলি এখনও সম্পূর্ণরূপে বিকশিত বা পরীক্ষিত হয় নি। কিন্তু এদের বিকাশ ঘটলে আমাদের জীবনযাত্রা এবং কাজ করার উপায় পুরোপুরি কিংবা অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিবে। 

এই শব্দটির উৎপত্তি কিছুটা অস্পষ্ট, তবে কম্পিউটিং এবং প্রযুক্তির শুরুর দিকে এর উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। 

Bleeding Edge কাকে বলে? 

Bleeding Edge হলো অত্যাধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত এমন একটি টার্ম যা দ্বারা এমন কিছুকে বুঝায় যা উদ্ভাবন প্রযুক্তির শীর্ষে রয়েছে কিন্তু প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায় পার করে নি। কিন্তু এর দ্বারা আমাদের জীবনযাপন এবং কাজ করার পদ্ধতিতে আমূল পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে।

English Definition: 

প্রযুক্তিবিদ কেভিন কেলি এর মতে, “the most advanced and untested technology currently available”.

Cambridge org এর মতে, “systems, devices, or ideas that are so modern that they are still being developed।” 

বিষয়টি সম্পর্কে আরো জানুন:

Bleeding Edge হল সেই সকল প্রযুক্তি যা এতটাই নতুন এবং অত্যাধুনিক যে এটিতে প্রায়শই অনেক ঝুঁকি রয়েছে। কিন্তু সফল হলে এর পুরষ্কার হবে আকাশছোঁয়া। এর মাধ্যমে বুঝা যাচ্ছে এই প্রযুক্তি যেহেতু এখনো পুরোপুরি পরীক্ষিত না তাই এতে ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি আর্থিক কিংবা শারীরিক দুই ক্ষেত্রেই থাকতে পারে। আবার এটিতে সফল হলে আমাদের পুরো জীবন ব্যবস্থাই পরিবর্তন হয়ে যেতে পারে। যার ফলে আমাদের অভাবনীয় উন্নতি হতে পারে।

Bleeding Edge টেকনোলজিকে এত আকর্ষণীয় করে তোলে এমন মূল কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এর পরিবর্তন এবং ভবিষ্যতে প্রভাব চালানোর সম্ভাবনা। সেইসাথে নতুন বাজার এবং সুযোগ তৈরি করার সম্ভাবনা তো রয়েছেই।

নানা রকমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার, ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং সহ Bleeding Edge প্রযুক্তির বিভিন্ন শ্রেণিবিন্যাস রয়েছে। এই প্রযুক্তিগুলি প্রায়শই তাদের অত্যাধুনিক এবং পরীক্ষামূলক প্রকৃতির পাশাপাশি উল্লেখযোগ্য পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রভাব চালানোর সম্ভাবনা দ্বারা চিহ্নিত করা হয়। এদের অনেকগুলোই এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়েছে এবং শীঘ্রই স্বীকৃত প্রযুক্তিরূপে আরো ব্যাপকতর হারে ব্যবহারে চলে আসবে। 

কম্পিউটিং ছাড়াও নানা রকমের মেডিক্যাল টেকনোলজি, বায়োমেডিক্যাল টুল, কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন সিস্টেম সহ নানা ক্ষেত্রে নিত্যনতুন Bleeding Edge Tech প্রতিনিয়ত উদ্ভাবন হচ্ছে এবং আমাদের সামনে চলে আসছে। 

ব্লিডিং-এজ প্রযুক্তির বাস্তব উদাহরণ:

Bleeding-edge টেকনোলজির বাস্তব জীবনের প্রভাব প্রযুক্তি শিল্প, বিশ্ব অর্থনীতি সহ বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যায়। প্রযুক্তি শিল্পে, এই ধরণের টেকনোলজি প্রায়শই উদ্ভাবন এবং প্রতিযোগিতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। 

আমাদের প্রতিদিনের ব্যবহার করা অনেক টেকনোলজি কোনো না কোনো সময় Bleeding Edge টেকনোলজি ছিলো। কম্পিউটার, মাদার বোর্ড, মাইক্রোচিপ, মাউস, ইন্টারনেট, মোবাইল থেকে শুরু করে হৃদপিণ্ডের পেস মেকার, ডায়ালাইসিস মেশিন কিংবা দ্রুতগতির বুলেট ট্রেন, আল্ট্রাসনিক বিমান সবই অতীতের Bleeding Edge টেকনোলজি। এদের কিছুকে ব্লিডিং এজ মানতে আমাদের অবাক লাগতে পারে কিন্তু এরা যে কতটা যুগান্তকারি ছিলো তা আমদের নিত্যদিন ব্যবহারের মাঝেই বুঝা যায়, এবং আমরা এগুলোতে এতটাই অভ্যস্ত যে এগুলো ছাড়া আমাদের চলবে না। 

ভবিষ্যতের Bleeding Edge এর মাঝে রয়েছে Augmented Reality, Virtual Reality, Artificial intelligence ইত্যাদি। Genetic Modification এর Crisper-cas9 প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের লম্বা-রেসের ঘোড়া এবং Genetical Disorder থেকে বাঁচতে আমাদের প্রধান হাতিয়ার। 

Use The Term In Sentence:

  1. Augmented Reality is a potential bleeding-edge technology. 
  2. Bleeding-edge technology can completely change the way we see the world. 



Share it: