"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Primary-Demand Advertising in Bengali

Primary-Demand Advertising কাকে বলে?

Definition (1):

একটি পণ্য শ্রেণীর সব পণ্যের চাহিদা সৃষ্টির জন্য ব্যবহৃত বিজ্ঞাপনকে Primary-Demand Advertising বা প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন বলা হয়।

Definition (2):

যেকোন ধরনের বাজারজাতকরণ যা একটি পণ্যের মূল চাহিদাকে উৎসাহিত করে তাকে প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন বলে। প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন ভোক্তা শ্রেণীকে একটি সমগ্র পণ্য শ্রেণীর গুণাবলী সম্পর্কে শিক্ষিত করে তোলে।

Definition (3):

প্রাথমিক-চাহিদা বিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের একটি উপায় যেখানে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের পরিবর্তে একটি সমগ্র পণ্য শ্রেণীর বিজ্ঞাপন করা হয়।

Definition in English:

“Advertising used to create demand for all products in a product group.”

Use of the term in Sentences:

  • Primary-demand advertising advertises an entire product category rather than advertising a specific brand.
  • The company is using primary-demand advertising to educate potential buyers about its entire product category.
Share it: