English Grammar
বাগধারা - বাংলা ব্যাকরণ
বাগধারা - পৃষ্ঠা ৪এসপার ওসপার (মীমাংসা) – খামাখাই মামলাটাকে তোমরা ঝুলিয়ে রেখেছ – এবার একটা এসপার – ওসপার করে ফেল।
বাগধারা - পৃষ্ঠা ৩ইচঁড়ে পাকা (অকালপক্ব) – ছেলেটা এমন ইচঁড়ে পাকা হয়েছে যে, সব কিছতেই মুরুব্বীয়ানা ফলাতে চায়। ইঁদুর কপালে (মন্দ ভাগ্য) ...
বাগধারা - পৃষ্ঠা ২আকাশকুসুম (অসম্ভব কল্পনা) – ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।
বাগধারা - পৃষ্ঠা ১অমাবস্যার চাঁদ (অদর্শনীয় বস্তু, দুর্লভ বস্তু) - আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে?
বাগধারা কাকে বলে?বাগধারা বা বাগ্বধি মানে ‘কথার ধারা বা বুধি’। পৃথিবীর সব ভাষাতেই এমন কতগুলো শব্দ আছে সেগুলো নিছক ব্যাকরণগত বা আভিধানিক অর্থ মাত্র প্রকাশ করে না।