"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition (সংজ্ঞা)

Definition of Grievance in Bengaliএকজন কর্মী বা সংঘের দ্বারা, একটি কাজ, ব্যক্তি, বা শর্ত যা অসন্তোষ বা অসস্তির সৃষ্টি করে, সে ব্যাপারে করা অভিযোগকে Grievance বা ক্ষোভ বলা হয়। ক্ষোভ বলতে আপনার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে এমন একটি অভিযোগ বা একটি দৃঢ় অনুভূতিকে বোঝায়।
Definition of Collective Bargaining in Bengaliসংঘ এবং ব্যবস্থাপনার দ্বারা একটি শ্রম চুক্তির সমঝোতাকে Collective Bargaining বা যৌথ দরকষাকষি বলা হয়। যৌথ দরকষাকষি হলো নিয়োগকর্তা এবং কর্মচারীদের একটি গোষ্ঠীর মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া যার লক্ষ্য হলো কাজের মজুরী, কাজের শর্তাবলী, সুবিধাসমূহ এবং কর্মীদের ক্ষতিপূরণ এবং অধিকারসমূহ পরিচালনার জন্য চুক্তি করা।
Definition of Union Steward in Bengaliএকজন ব্যক্তি যিনি ব্যবস্থাপকদের সাথে কাজের যে সম্পর্ক তাতে স্থানীয় সংঘ সদস্যদের স্বার্থ উপস্থাপন করেন তাকে Union Steward বা সংঘ তত্বাবধানকারী বলা হয়।
Definition of Business Representative in Bengaliএকজন ইউনিয়ন বা সংঘ কর্মকর্তা যিনি শ্রমিক চুক্তির সমঝোতা এবং পরিচালনা করেন এবং চুক্তির সমস্যাগুলো সমাধান করেন তাকে Business Representative বা ব্যবসা প্রতিনিধি বলে।
Definition of Industrial Union in Bengaliএকটি সংঘ যেখানে সব সদস্যরা একটি কোম্পানী বা শিল্পে কর্মরত, তা সে তারা যে পেশারই হোক না কেনো তাকে Industrial Union বা শিল্প সংঘ বলে। “A union in which all members are employed in a company or industry, regardless of occupation.”- Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Labor Union in Bengaliশ্রমিকদের যে সংগঠণ নিজেদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি এবং কল্যাণের জন্য একত্রে মিলিত হয় তাকে Labor Union বা শ্রমিক সংঘ বলে। “Organization of employees who join together to protect, maintain, and improve their economic, social, and political power and well-being.”
Definition of Services from Human Resource and Business Perspective in Bengaliএকটি প্রতিষ্ঠান থেকে এর কর্মচারীদের ব্যবহারের জন্য পরোক্ষ ক্ষতিপূরণ হিসেবে যে অনুষ্ঠানগুলো প্রদান করা হয় তাদেরকে Services বা সেবাসমূহ বলা হয়। যেমন: পার্ক, জিমনেসিয়াম, বাসস্থান, যাতায়াত সুবিধা, শিশু সেবা, কোম্পানী ক্যান্টিন প্রভৃতি। “Forms of indirect compensation that are programs supplied by employers for employees’ use.”
Definition of Benefits in Bengaliএকটি প্রতিষ্ঠান থেকে এর কর্মচারীদেরকে যে পরোক্ষ ক্ষতিপূরণগুলো দেয়া হয় সেগুলোর মধ্যে যেগুলো আর্থিক তাদেরকে Benefits বা সুবিধাসমূহ বলা হয়। “Forms of indirect compensation that are financial in nature.”-Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Salaries in Bengaliএকটি দীর্ঘ সময়কালের-এক সপ্তাহ, এক মাস বা তার চেয়ে দীর্ঘ সময়ের ওপর ভিত্তি করে যে ক্ষতিপূরণ তাকে Salaries বা বেতনসমূহ বলা হয়। “Compensation based on a longer time period- a week, a month, or longer.”- Steven J. Skinner & John M. Ivancevich
Definition of Comparable Worth in Bengali যেসব কাজের জন্য একই স্তরের দক্ষতা, প্রশিক্ষণ, এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় সেগুলোর জন্য সমান পারিশ্রমিক প্রদানের ধারনাকে Comparable Worth বা তুলনীয় মূল্য বলে। “The concept of equal pay for jobs that require similar levels of skills, training, and experience.”