Definition (1):
Variable Life Insurance বা পরিবর্তনশীল জীবন বীমা বীমাকারীকে বীমাপত্রের নগদ মূল্য কোথায় বিনিয়োগ করা হবে তা নির্ধারণের অনুমোদন দেয়।
Definition (2):
পরিবর্তনশীল জীবন বীমা একটি বিনিয়োগ উপাদানসহ চিরস্থায়ী জীবন বীমাপত্র। বীমাপত্রের একটি নগদ মূ্ল্য হিসাব থাকে যা বীমাপত্রে বিদ্যমান কিছু সংখ্যক উপহিসাবে বিনিয়োগ করা হয়ে থাকে। একটি উপহিসাব একটি পারস্পরিক তহবিলের মতো কাজ করে যা শুধুমাত্র একটি পরিবর্তনশীল বীমাপত্রের মধ্যে বিদ্যমান থাকে।
Definition in English:
“Allows the policyholder to determine where the cash value of a policy should be invested.”
Use of the term in Sentences: