"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Joint Venture in Bengali

Joint venture কাকে বলে?

Definition:

দুই বা ততোধিক ব্যবসার মধ্যে ব্যবসায়িক সিদ্ধান্ত নির্ধারণ, বিনিয়োগের ঝুঁকি এবং মুনাফা ভাগ করে নেয়ার জন্য যে আনুষ্ঠানিক সহযোগিতা তাকে যৌথ উদ্যোগ বা joint venture বলে।

Definition in English:

A joint venture is an agreement between two or more businesses for completing a particular project or other business function.

 

যৌথ উদ্যোগ হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে করা একটি ব্যবসায়িক আয়োজন যেখানে তারা একটি বিশেষ কাজ সম্পাদনের জন্য তাদের সম্পদ ভাগ করে নিতে সম্মত হয়। এই কাজটি হতে পারে একটি নতুন প্রকল্প বা অন্য কোন ব্যবসায়িক কাজ। একটি যৌথ উদ্যোগে প্রত্যেক অংশগ্রহণকারীই এর সাথে জড়িত লাভ, লোকসান এবং খরচের জন্য দায়ী।

Use in Sentences:

  • Each of the parties of a joint venture has to share the cost, profit, and loss of the business.
  • Mira and Liza are starting a business on a joint venture.

 

Share it: