Definition (1):
একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ জনবলের আকার এবং গঠণের পরিমাপ করার জন্য যে পদক্ষেপগুলো নেয়া হয় তাকে Human Resource Planning বা মানব সম্পদ পরিকল্পনা বলা হয়।
Definition (2):
মানব সম্পদ পরিকল্পনা হলো একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ এর মানব সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নিয়মানুগ পরিকল্পনার চলমান প্রক্রিয়া।
Definition (3):
অদূর ভবিষ্যতে একটি প্রতিষ্ঠানে মানব সম্পদের চাহিদা এবং সরবরাহের পূর্বাভাসসহ সঠিক স্থানে, সঠিক সময়ে, সঠিক কাজের জন্য সঠিক সংখ্যক জনবল খুঁজে বের করার প্রক্রিয়াকে মানব সম্পদ পরিকল্পনা বলে।
Definition in English:
“The steps taken in estimating the size and makeup of the future work force.”-Steven J. Skinner & John M. Ivancevich
Use of the term in Sentences: