'Immigrate' is to come to a foreign country.
'Emigrate' is to leave one’s country.
Immigrate:
স্থায়ীভাবে বসবাসের জন্য নতুন কোন দেশে যাওয়াকে immigrate বলা হয়। নিজ দেশ নয় এমন কোন দেশে বসবাসের জন্য চলে যাওয়াকে বোঝায়।
Examples:
- The decision to immigrate to a new country can impact all the aspects of one's life, from work to family, to personal well-being.
- He immigrated to America from Russia.
যে নতুন দেশ বা জায়গায় যাওয়া হয়, সেই স্থানকে বেশি গুরুত্ব দেয়া হয়।
Emigrate
অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য কোন দেশ ত্যাগ করাকে Emigrate বলা হয়। অন্য কোন দেশে বসবাসের জন্য নিজ দেশ(বিশেষত মাতৃভূমি) ছেড়ে চলে যাওয়াকে বোঝায়।
Examples:
- The number of British nationals emigrating from the UK to other countries in the EU has risen since Brexit.
- Political turmoil has forced many citizens to emigrate from their home countries.
পেছনে ফেলে করে আসা দেশ বা জায়গাকে গুরুত্ব দেয়া হয়।
মনে রাখার উপায়ঃ
- Immigrate হল বসবাসের জন্য নতুন কোন দেশে in করা; Immigrate এবং in দুটি শব্দেই i থাকে।
- Emigrate হল কোন দেশ থেকে Exit করা; Emigrate এবং exit উভয় শব্দেই e থাকে।