আর/অব্যয় পদ/ সমুচ্চয়ী. এবং, ও তুমি আর আমি যাইব.; কিংবা, অথবা শোন আর নাই শোন.; ইহার অধিক আর দিও না.; ইহার পরে, অতঃপর অনেক পড়িয়াছি আর কি পড়িব?.; পাক্ষান্তরে, কিন্তু- তিনি তোমার উপকার করিলেন আর তুমি তাঁহার নিন্দা করিতেছ?.; বিরক্তি অর্থে আর ও কথায় কাজ কি