"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Bangla Translations (Human Rights)

  • মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না - Democracy cannot survive without respect for human rights
  • মানবাধিকার সংরক্ষণ ছাড়া উন্নয়ন টেকসই হয় না - Development is never sustainable without preserving human rights
  • প্রত্যেক মানুষের মৌলিক অধিকার তার অস্তিত্বের সঙ্গে জড়িত - Every individual’s fundamental rights are tied to their existence
  • অন্যায়ের প্রতিবাদ না করলে অধিকার হারানোর শঙ্কা বেড়ে যায় - Failing to resist injustice increases the risk of losing rights
  • মানবাধিকার কখনো কারো দয়ার উপর নির্ভর করে না - Human rights never depend on anyone's mercy
  • যে সমাজে দুর্বলদের কণ্ঠ শোনা যায় না, সেখানে মানবতার কথা বলা কঠিন - In a society where the weak are unheard, speaking of humanity becomes difficult
  • সমতার ভিত্তি ছাড়া কোনো সমাজ দীর্ঘদিন টিকতে পারে না - No society can last long without the foundation of equality
  • অধিকার চর্চার মাধ্যমেই মানুষ নিজের অবস্থান তৈরি করে - People establish their place through the practice of their rights
  • অধিকার চর্চা করতে গেলে দায়িত্বের কথাও মনে রাখতে হয় - Practicing rights requires remembering responsibilities too
  • অধিকার রক্ষার লড়াই কখনো সহজ ছিল না - The fight for rights has never been easy
  • যে অধিকার মানুষকে কথা বলার সাহস দেয়, সেটিই সত্যিকারের স্বাধীনতা - The right that gives people the courage to speak is true freedom
  • নিজের জন্য যা চাই, অন্যের জন্য সেটি নিশ্চিত করার মধ্যেই মানবতার প্রকৃত সৌন্দর্য - The true beauty of humanity lies in ensuring for others what we want for ourselves
  • নিজের অধিকার নিশ্চিত করতে হলে অন্যের অধিকার স্বীকার করতে হয় - To ensure your own rights, you must acknowledge others' rights
  • মানুষের সম্মান রক্ষা করার মধ্যেই প্রকৃত মানবতা লুকিয়ে আছে - True humanity lies in protecting human dignity
  • শিশুর অধিকার লঙ্ঘন মানে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া - Violating a child’s rights means pushing the future into darkness

Download Translation App
Bangla To English
  
Download Translation App
English Version
  

Translation Tags