"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Virus vs Bacteria

Virus এবং Bacteria এর পার্থক্য

Virus হলো অতি ক্ষুদ্র পরজীবী যা শুধুমাত্র যে জীবিত কোষকে আক্রান্ত করে সে কোষের অভ্যন্তরে বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে।যখন জীবিত কোষের বাইরে পাওয়া যায় তারা সুপ্তাবস্থায় থাকে ।ভাইরাল সংক্রমণ হয় পদ্ধতিগত এবং ছোঁয়াচে যেমন: measles, influenza, polio, COVID-19 এবং AIDS. ভাইরাস একটি ব্যাক্টেরিয়াকেও সংক্রমিত করতে পারে।

Bacteria হলো ভাইরাস থেকে আকারে বড়ো একটি ক্ষুদ্র অনুজীব যা নিজেই নিজের খাবার তৈরী করতে পারে, শক্তি উৎপাদন করতে পারে, চলাচল করতে পারে, এবং বংশবিস্তার করতে পারে।ব্যাক্টেরিয়া দ্বারা সংক্রমণ হয় সুবিধাবাদী এবং ছোঁয়াচে নয় যেমন: tuberculosis, pneumonia, food poisoning এবং tetanus.

virus /noun/ সংক্রামক রোগের অদৃশ্য জীবাণু বিশেষ

একটি জীবিত কোষকে সংক্রমিত করতে পারে এমন একটি অতি ক্ষুদ্র পরজীবী হলো virus যা সেই কোষের ভেতরেই বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে, তা নাহলে সুপ্তাবস্থায় থাকে।এটি দেহের একটি কোষকে সংক্রমিত করে, পরে অন্যান্য কোষকেও সংক্রমিত করতে পারে।

A virus is a parasitic tiny microorganism that can infect a living cell and only grows and reproduces inside that cell, otherwise, it is dormant. It can infect other cells after infecting ‍a cell of the body.

Examples:

  • The infections caused by viruses are systemic.
  • Viruses cause diseases like measles, influenza, polio, COVID-19, and AIDS.
  • We should keep ourselves and our surroundings clean to keep ourselves free from viruses.
  • Viruses are smaller than bacteria and they can infect bacteria.

bacteria /noun/ রোগ জীবানু

একটি অতি ক্ষুদ্র অনুজীব হলো bacteria যার একটি মাত্র কোষ আছে, নিজেই নিজের খাদ্য তৈরী করতে পারে, চলাচল করতে পারে, শক্তি উৎপাদন করতে পারে, এবং বংশবিস্তার করতে পারে।ব্যাক্টেরিয়া পানি, মাটি, মানবদেহ, এবং উদ্ভিদে থাকতে পারে।

 A tiny microorganism that has a single cell, can prepare its food, move, produce energy, and reproduce is called a bacteria. They can live in water, soil, the human body, and plants.

Examples:

  • The infections caused by bacteria are called opportunistic.
  • Bacteria cause diseases like tuberculosis, pneumonia, food poisoning, and
  • Bacteria cause infections that are not contagious.
  • Doctors prescribe antibiotics to treat infections caused by
Share it: