কিছু বিশেষ ঘর বা কক্ষ আছে যেগুলো আপনি প্রত্যেক ইংরেজদের বাড়ীতেই খুঁজে পাবেন। এগুলোর মধ্যে কিছু অন্যান্য দেশেও পাওয়া যাবে, আবার কিছু পাওয়া যাবে না বা থাকলেও হয়তো নামটা ভিন্ন হবে। এখানে আমরা আপনার বাড়ীর বিভিন্ন রুমের ইংরেজী নাম নিয়ে আলোচনা করবো।
ইংরেজদের বাড়ীতে প্রায়সই kitchen বা রান্নাঘরটা হয় জীবনের কেন্দ্রবিন্দু। অনেক পরিবার তাদের বেশীর ভাগ আহার kitchen-এই করে থাকেন এবং আপনি বেশীর ভাগ সময় সেখানে একটা টেলিভিশন সেটও খুঁজে পাবেন।
কিছু অত্যাধুনিক ইংরেজ বাড়ীতে গোসলখানাতেই টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু এখনও বেশীর ভাগ বাড়ীতেই টয়লেট এবং গোসলখানা পৃথক।
ইংল্যান্ডের প্রায় সব বাড়ীতেই কমপক্ষে একটি গৃহমধ্যস্থ্ টয়লেট আছে। কিন্তু প্রায় ৫০ বছর আগে পর্যন্ত, টয়লেটগুলো বাড়ীর বাইরে পিছনের বাগানে হতো।
হলঘর হলো সাধারণতঃ সেই ঘরটি যেখানে আপনি সামনের দরজা দিয়ে এসে প্রথম প্রবেশ করেন। এটা প্রায়সই একটি লম্বা সরু কক্ষ হয় যেখানে অন্যান্য কক্ষের প্রবেশদার থাকে।
ল্যান্ডিং হলো মেঝের সে এলাকা যেখান থেকে পরের তালা বা ফ্লোরের সিঁড়ির ধাপগুলো সুরু হয়। যেমন: তিনতলার ল্যান্ডিং থেকে দোতলায় যাবার সিঁড়ির ধাপগুলো শুরু হয়।
Lounge / Living room হলো সেই ঘর বা কক্ষ যেখানে মানুষ আরাম করতে পারে। আগেকার দিনে একটি ইংরেজ বাড়ীর আরাম কক্ষের কেন্দ্রস্থলে একটি ফায়ারপ্লেস বা অগ্নিকুন্ড থাকতো। এখন সাধবারণতঃ একটি টেলিভিশন থাকে।
সব বাড়ীতে খাবার ঘর থাকেনা এবং অনেক পরিবারের অনেক সদস্যই কখনও খাবার খাওয়ার জন্য খাবার ঘরে বসার সময়ও পায়না। সাধারণতঃ রান্নাঘরের পাশে বা রান্নাঘরের সাথেই খাবার ঘরের ব্যবস্থা থাকে।
সাধারণতঃ একটি বাড়ীতে এক বা একাধিক শোবার ঘর থাকে।
অনেক বাড়ীতেই ছাদের সাথে একটি কক্ষ থাকে যাকে সাধারণতঃ চিলেকোঠা বলা হয়। এই চিলেকোঠারই ইংরেজী নাম হলো Attic / Loft conversion.
কয়লা, মদ, অপ্রয়োজনীয় জিনিসপত্র বা যা সবসময় কাজে লাগে না এমন সব জিনিস রাখার জন্য অনেক ইংরেজ বাড়ীতে মাটির নীচে একটা ঘর থাকে। এ ধরনের কক্ষ বা ঘরকে store room বা ভাঁড়ার ঘরও বলা হয় তবে জরুরী নয় যে তা মাটির নীচেই হবে।