পানিকে উত্তপ্ত করা হলে বায়বীয় অবস্থায় জলীয়বাষ্প বা water vapor এ রুপান্তরিত হয়।
প্রাকৃতিকভাবে পানি সূর্যেরতাপে জলীয়বাষ্প হিসেবে পৃথিবীর বায়ুমন্ডলে মিশে যায়, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষারপাত হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসে।
বাতাসে মিশে থাকা জলীয়বাষ্প পৃথিবীর পানিচক্রকে সচল রাখার অন্যতম প্রধান নিয়ামক। পৃথিবীর পানিচক্র পৃথিবীর তাপমাত্রা এবং পানির পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে জীব-বৈচিত্রকে ধরে রাখতে সহায়তা করে।
Definition:
গ্যাসীয় অবস্থায় পানিকে water vapor বা জলীয়বাষ্প বলা হয়।
English Definition:
মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি মতে, "water in a vaporous form especially when below boiling temperature and diffused."
বাতাসে বিদ্যমান জলীয়বাষ্পকে humidity বা আদ্রতা বলা হয়ে থাকে।
জলীয়বাষ্প পৃথিবীর বায়ুমন্ডলের অন্যতম প্রধান গ্রিনহাউজ গ্যাস হিসেবে কাজ করে, যা পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে কাজ করে থাকে।
জলীয়বাষ্প বায়ুমন্ডলে বিদ্যমান না থাকলে, পৃথিবীর গড় তাপমাত্রা বসবাসের জন্য আরামদায়ক হতো না এবং প্রাকৃতিকভাবে ঘটা পানিচক্রে ব্যাঘাতের কারণে পৃথিবীতে প্রানের অস্তিত্ব সংকটের মুখোমুখি হতো।
In a sentence: