"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Tea bomb

“হট-চকলেট-বোম্ব” এর চা এর সংস্করণ হচ্ছে “টি- বোম্ব”। ভেতরে চা পাতা দিয়ে বাইরে আইসোমল্ট ( ডায়াবেটিস বান্ধব চিনির বিকল্প উপাদান, যা রক্তে গ্লুকোজ এর মাত্রার উপর কম প্রভাব ফেলে) এর আবরণে তৈরি বল, যা গরম পানিতে দিলে দ্রুত মিশে যায়। এধরনের বলগুলো চিনি, আইসোমল্ট, কর্ণ সিরাপ এবং নানা ধরনের উপাদান দিয়ে তৈরি হয়।

Definition:

চিনি, গ্লুকোজ বা আইসোমল্ট (বীট থেকে তৈরি বিশেষ ধরনের চিনি) এর তৈরি একধরনের ফাঁকা গোলকের মধ্যে থাকে চা পাতা বা টি-ব্যাগ, নানা ধরনের হার্ব বা ভেষজ তৃণ, খাওয়া যায় এমন ফুলের শুকনো পাপড়ি, চিনি সহ নানা ধরনের সুগন্ধি, মিষ্টি উপাদান। এটিই 'টি-বোম্ব' বা 'টুইস্টেড-টি' নামে পরিচিত।

English Definition:

“Balls filled with tea that melt themselves when hot liquid is poured onto them.”

 

ইন্টারনেট দুনিয়ায় সাড়া জাগানো নতুন গরম পানীয় ‘টি-বোম্ব’। “টি বোম্ব” এর ভেতরে পছন্দমতো যেকোন ধরনের ভোজ্য, সুগন্ধি উপাদান দিয়ে বানানো যায়। এটির আকার এবং ধরণেও নিজ পছন্দ, সৃজনশীলতা অনুযায়ী ভিন্নতা আনা সম্ভব। দেখতে সুন্দর এই নতুন ধরনের চা নানা ধরনের উপকারি হার্ব সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যের জন্য উপকারি। ভেতরে দেয়া উপাদানের উপর এই চা এর উপকারিতা নির্ভর করে।  

 

In a sentence:

  • Tea bomb is the new hot drink that’s making the internet community crazy about trying to make one by ownself.
  • Tea bomb represented as the new way to drink tea, according to the tik-tok community.

 

Share it: