"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Synergy

Synergy এর অর্থ সহযোগিতা যার উৎপত্তি গ্রীক শব্দ "synergia", যার অর্থ "একসাথে কাজ করা" । Synergy হলো দলগতভাবে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার চেষ্টা এবং একত্রিত হয়ে তা সম্পাদন করা। সম্মিলিতভাবে কাজ করার ফলে অংশগ্রহণকারী প্রতিটি সত্ত্বা স্বতন্ত্র ক্ষমতা ব্যবহার করে যতটুকু কাজ করতে পারতো তার চেয়ে দলগতভাবে তাদের কাজ করার দক্ষতা ও ক্ষমতা বেশি।

Synergy কাকে বলে?

দুই বা ততোধিক সংস্থা, পদার্থ বা অন্যান্য এজেন্টগুলির মিথস্ক্রিয়া বা সহযোগিতা তাদের পৃথক প্রভাবের যোগফলের চেয়ে বেশি সংযুক্ত প্রভাব তৈরি করার প্রক্রিয়াকে Synergy বলে। 

English Definition

মাস্টারক্লাস ডট কম অনুসারে, “Synergy is a state of cooperative interaction where different participants contribute to common goals. In the world of business, “synergy” means a form of teamwork where different companies or departments merge their efforts for a greater combined effect.” 

Synergy এর ফলে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি নির্দিষ্ট সময়ে যতটুকু কাজ করে পারতো, দলীয় সমন্বয়ের মাধ্যমে তার চেয়ে বেশি পরিমাণ কাজ করা সম্ভব হয়। প্রতিটি ব্যক্তির শক্তিমত্তা, দুর্বলতা এবং ধরণ বিশ্লেষণ করে দলে তার জন্য উপযুক্ত ভূমিকা বাছাই করে দেয়া হয়। এর ফলে সর্বনিম্ন সময়ে সেই গ্রুপ থেকে সর্বোচ্চ কর্মদক্ষতা আনয়ন করা সম্ভব হয়।

In a Sentence:

  1. There is are exciting opportunities between the two companies to develop their brands and exploit synergies.
  2. The agreement between the two companies is an excellent way to explore the concept of synergy.

 

Share it: