"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Sign language

যারা কথা শুনতে বা বলতে পারে না তাদের জন্য, হাত দিয়ে নানা ধরনের চিহ্ন বা প্রতীক তৈরি করে যোগাযোগ করার প্রতিষ্ঠিত একটি পদ্ধতির নাম sign language।

হাত দিয়ে তৈরি করা চিহ্ন, প্রতীক ছাড়াও মুখের বা শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমেও ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ এর ব্যবহার করা হয়। শুধুমাত্র বধির বা বোবা মানুষ নয় বরং সকলেই এই ভাষা পদ্ধতিটি ব্যবহার করতে পারে। তবে বধির, বোবা এবং প্রতিবন্ধী মানুষের যোগাযোগের অন্যতম ব্যবহৃত মাধ্যম হল ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ ।  

Definition:

হাত দিয়ে তৈরি করা চিহ্ন, মুখভঙ্গি কিংবা অঙ্গভঙ্গির সাহায্যে দর্শন-ইন্দ্রিয় নির্ভর যোগাযোগ পদ্ধতিকে Sign language বলা হয়।  

English Definition:

অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী,  “a system of communication using visual gestures and signs, as used by deaf people.”

মৌখিক ভাষার মত বাকশক্তি এবং শ্রবণ ইন্দ্রিয়ের উপর সাড়া না ফেলে মূলত দর্শনগত ইশারার উপর ভিত্তি করে এই ভাষা পদ্ধতি কাজ করে থাকে। যার ফলে বলতে বা শুনতে না পারা মানুষের সাথে যোগাযোগ করার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে ‘সাইন ল্যাঙ্গুয়েজ’। 

 

In a sentence:

  • To convey the meaning, Sign languages use the visual-manual modality.
  • Sign language relies heavily on the signer's hand, facial expressions, and body movements.

 

Share it: