"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Self-isolate

যে সব রোগ সংক্রামক, সেধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের অন্যান্য সুস্থ মানুষের মাঝে এসে তাদের সংক্রমিত করা ঠেকাতে, ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদেরকে নিজ থেকে স্ব-বিচ্ছিন্ন থাকতে হয়। এই প্রক্রিয়াকে self-isolation বলা হয়ে থাকে।

Definition:

সংক্রামক রোগের বিস্তার রোধে নির্দিষ্ট সময়ের জন্য জনবিচ্ছিন্নতা বজায় রাখতে ঘর থেকে বের না হওয়াকে self-isolate বলা হয়। 

English Definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “to isolate or separate oneself or itself from others.”

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে স্ব-বিচ্ছিন্ন থাকার বিষয়টি পুনরায় আলোচিত হয়ে উঠেছে। ইতোমধ্যে সংক্রমিত হওয়া ব্যক্তির self-isolate হয়ে থাকা, মানুষের সামাজিক দূরত্ব মেনে চলাচল করা এবং সাবান দিয়ে হাত ধোয়া করোনার মতো সংক্রামক রোগের বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে অন্যতম কার্যকরি একটি উপায় হিসেবে বিবেচিত।  

In a sentence:

  • Anyone who has a fever or illness is ordered to self-isolate and have it tested.
  • If you have been told to self-isolate, you need to stay indoors and avoid any kind of physical contact with other people for 14 days.
  • The actor self-isolated himself after returning from the shooting of his upcoming film.

 

Share it: