"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Quick Win

Quick Win এমন একটি কৌশল যা প্রায়শই ব্যবসায় বা ব্যক্তিগত প্রকল্পে সুচনা হিসাবে ব্যবহৃত হয়। কারণ এই প্রক্রিয়া কাজের গতিবেগ তৈরি করতে, অনুপ্রেরণা দিতে এবং কাজের অভিজ্ঞতা প্রদর্শন করতে সহায়তা করে থাকে। একই সাথে এটি কাজের ধারায় পরিবর্তন নিয়ে আসার জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। এটি নতুন উদ্যোগ বা প্রক্রিয়াগুলোর ব্যাপারে অন্যদের আস্থা তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে।

Quick Win কাকে বলে?

স্বল্পমেয়াদে, কম প্রচেষ্টার মাধ্যমে অর্জিত এক ধরণের সাফল্য যা দ্রুততার সাথে অর্জন করা যায় এবং একটি বড় প্রকল্পে গতি তৈরি করতে ব্যবহার করা হয়, তাকে Quick Win বলে। 

সংজ্ঞা 2: 

ছোট, সহজে অর্জনযোগ্য সাফল্য যা আত্মবিশ্বাস তৈরি করতে, অনুপ্রেরণা প্রদান করতে এবং একটি প্রকল্পে অগ্রগতি প্রদর্শন করতে সাহায্য করতে পারে।

সংজ্ঞা 3: 

Quick Win বলতে এমন কৌশলকে বুঝায় যা দ্রুত, কম-প্রচেষ্টায় অর্জন করা যায় এবং একটি বড় প্রকল্প শুরু করতে ও এর ভালোমন্দ ব্যাপারগুলোকে তুলে ধরতে ব্যবহৃত হয়।

English Definition: 

Jargonism dot com এর মতে, “A goal that is quickly achievable.”

একই সাথে Encyclo অনুসারে, “relatively cheap and easy initiatives that can be quickly implemented in an attempt to secure community support.”

মুলবিষয়বস্তু

আলাদা আলাদা রকমের Quick Win প্রয়োগ করা হতে পারে। 

যেমনঃ 

  • কাজের দৃশ্যমান অগ্রগতি চাইতে
  • খরচ কমাতে
  • গ্রাহকদের সন্তুষ্ট করতে 
  • বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইত্যাদি

কে কোন উদ্দেশ্যে Quick Win চাইছে তা তার কাজের ধরণ ও উদ্দেশ্য এর  উপরে নির্ভর করে। এটিকে একটি পরিবর্তন নিয়ে আসার সরঞ্জাম হিসাবে চিহ্নিত করা যেতে পারে, কারণ এগুলো প্রায়শই একটি সংস্থায় ছোট ছোট পরিবর্তন আনতে এবং বড় পরিবর্তন শুরু করতে প্রয়োগ করা হয়।

ব্যবহারিক উদাহরণ

একজন ব্যবসায়ী একটি নতুন উন্নত বাসন পরিষ্কার করার মাজনি তৈরি করেছে। কিন্তু তার পণ্যটি অপ্রচলিত। তাই সে বাজারে যেই পণ্যগুলো রয়েছে তার সাথে নিজের পণ্যটির তুলনা করতে পারে। যদি সে আসলেই মানুষকে দেখাতে পারে যে তার পণ্যটি ভালো তবে সে এই ক্ষেত্রে এগিয়ে গেলো। এটি কুইক উইন এর একটি উদাহরণ। 

একটি বস্তুতে পানিরোধী কোটিং আছে তা বুঝানোর জন্য একজন ব্যবসায়ী সেই পণ্যটিকে পানিতে ডুবিয়ে রাখার মাধ্যমে প্রমাণ করতে পারে পন্যটি আসলে পানিরোধী। এতে সে মানুষের থেকে সহজেই আস্থা অর্জন করে নিতে পারে। এই কাজটি সহজ, দ্রুত করা যায় এবং সম্ভাব্য সাফল্যও এতে চলে আস্তে পারে। 

টেলিভিশন বিজ্ঞাপনে অনেক কোম্পানি নিজেদের পণ্যের ভালো দিক এবং প্রতিযোগীদের খারাপ দিক তুলে ধরে। যেহেতু টিভির বিজ্ঞাপন অনেকেই দেখে থাকে তাই এর মাধ্যমে নিজেদের ভালো দিকগুলো প্রতিষ্ঠানসমূহ সহজেই মানুষের কাছে তুলে ধরতে পারে। এটিও এক ধরণের Quick Win। 


Use This Term In Sentences: 

  1. If you don’t know how to make a big profit, go for a quick win
  2. Often companies go for a quick win by discrediting their competitors

 

Share it: