"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Plastic Footprint

পলিমার যৌগ দ্বারা গঠিত একধরনের সংশ্লেষিত পণ্য হচ্ছে প্লাস্টিক। যা অপচনশীল একটি পণ্য। উৎপাদন খরচ কম এবং বহুমুখী ব্যবহারের সুযোগের কল্যাণে প্লাস্টিকের উৎপাদন-ব্যবহার বৈশ্বিকভাবে জনপ্রিয়। তবে অপচনশীল প্লাস্টিকের বর্জ্য-ব্যবস্থাপনা সুষ্ঠভাবে করতে না পারার কারণে পরিবেশ এবং জীববৈচিত্রের জন্য প্লাস্টিক হুমকি হিসেবে রূপান্তরিত হয়েছে।

Plastic Footprint কাকে বলে?

প্লাস্টিকজনিত পরিবেশ দূষণের পেছনে থাকা প্লাস্টিক ব্যবহারকারীর নেতিবাচক অবদানকে plastic footprint বলা হয়।   

English Definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, “The amount of plastic that someone uses and then throws away in relation to the damage to the environment it causes.”

 

প্লাস্টিকের বিকল্প কোন উপাদান ব্যবহার, প্লাস্টিকের উপর নির্ভরতা কমানো এবং প্লাস্টিক বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সকলের পক্ষে plastic footprint এর মাত্রা কমিয়ে আনা সম্ভব। যার মাধ্যমে প্লাস্টিকজনিত পরিবেশ দূষণ অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়ে উঠবে। 

In Sentences:

  • The company declares to reduce its total plastic footprint by the end of next year.
  • A small change in action can make a huge impact on reducing the plastic footprint.
  • We all should try to keep our plastic footprint as little as possible.
  • Carbon footprints can be compared to Plastic footprints.

 

Share it: