"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Percent Error

কোন গবেষণা বা পরীক্ষণে প্রাপ্ত ফলাফল ভুলের মাত্রা শতকরা কতখানি তা শতকরা ত্রুটি বা পারসেন্ট এরর দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ পরীক্ষণ বা গবেষণায় কতোখানি ভুল তা শতকরা ত্রুটি দিয়ে বোঝা যায়। পারসেন্ট এরর’কে পারসেন্টেজ এরর ও বলা হয়।  

Percent Error কাকে বলে?

বৈজ্ঞানিক গবেষণায় কোন স্বীকৃত মানের সঙ্গে, স্বীকৃত মান এবং পরীক্ষালব্ধ মানের তারতম্যের তুলনার শতকরা হার। অর্থাৎ স্বীকৃত মানের তুলনায় ভুলের মাত্রার তারতম্যের শতকরা হার।  

English Definition:

Study dot com অনুযায়ী, “the difference between the estimated number and the actual number when compared to the actual number expressed in percent format.”

 

নির্দিষ্ট কোন পরীক্ষণে ভুল এর মাত্রা ১০%, অন্য আরেকটি গবেষণার ভুলের মাত্রা ৪০%। যে গবেষণা বা পরীক্ষণে ভুলের শতকরা মান যতো কম; সেই গবেষণা,পরীক্ষণের প্রাপ্ত ফলাফলের গ্রহণযোগ্য মানের ততো বেশি কাছে। আর ভুলের শতকরা মান যতো বেশি সেই পরীক্ষায় প্রাপ্ত ফলাফল গ্রহণযোগ্য মানের থেকে ততো দূরে।    

Percent error = | (experimental value - actual value)/actual value | x 100 

সমীকরণের প্রথম বন্ধনীর পরের ব্র্যাকেটটি লম্বা একটি দাগ, এর অর্থ মান পজিটিভ বা নেগেটিভ যা ই হোক শুধুমাত্র নিরপেক্ষ বা পরমমান বিবেচনায় নেয়া হয়।   

In a sentence:

  • Percent errors tell you how big the errors are when something is measured in an experiment.
  • Try to keep the percent errors as low as possible to achieve a good research result.

 

Share it: