"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Freezing point

যেকোনো পদার্থ-কঠিন, তরল, বায়বীয় এই তিন অবস্থায় থাকতে পারে। তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে থাকে।

কঠিন < > তরল < > বায়বীয় 

স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে যে কোন পদার্থের ক্ষেত্রে, 

  • যে তাপমাত্রায় কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রুপান্তরিত হয়- গলনাংক
  • যে তাপমাত্রায় তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রুপান্তরিত হয়- স্ফুটনাংক
  • যে তাপমাত্রায় তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হয় - হিমাংক 

পানির ফ্রিজিং পয়েন্ট 0বা ৩২℉।

অর্থাৎ স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে পানি 0 তাপমাত্রায় বরফে রুপান্তরিত হয়।  

Definition 1:

স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় কঠিন অবস্থায় রুপান্তরিত হয়, ঐ তাপমাত্রাকে সেই নির্দিষ্ট তরল পদার্থটির ফ্রিজিং পয়েন্ট বা হিমাংক বলা হয়ে থাকে।

Definition 2:

কলিন্স ডিকশনারি মতে, ফ্রিজিং পয়েন্ট বলতে 0 তাপমাত্রাকে বোঝায়। অর্থাৎ পানি যে তাপমাত্রায় জমে যায়। 

 

English Definition:

মেরিয়াম ডিকশনারি অনুযায়ী,  “Freezing point is the temperature at which a liquid becomes a solid at normal atmospheric pressure.” 

তরলের তারতম্যের কারণে একই বায়ুমন্ডলীয় চাপে বিভিন্ন ধরণের তরলের ফ্রিজিং পয়েন্ট পরিবর্তিত হয়ে থাকে। 

যেমনঃ 

  • নারকেল তেল ২৫
  • অলিভ অয়েল ৬
  • পাম অয়েল ২৪
  • সান ফ্লাওয়ার অয়েল ১৭ 

In a sentence:

  • The freezing point of water is 0 degrees Celsius and 32 degrees Fahrenheit.
  • The temperature remained below freezing point throughout the day.

 

Share it: