"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Freemium

"Freemium" শব্দটি "ফ্রি" এবং "প্রিমিয়াম" এর সংমিশ্রণ। এই শব্দ দুইটির অর্থ যথাক্রমে “বিনামূল্যে” এবং “উন্নততর সংস্করণ”। ২০০৬ সালে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফ্রেড উইলসন এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এর শব্দটি পরপরই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠে, বিশেষ করে প্রযুক্তি এবং সফটওয়্যার শিল্পে। 

Freemium বলতে কি বুঝায়?

Freemium হল এমন একটি ব্যবসায়িক মডেল যা বিনামূল্যে একটি পণ্য বা পরিষেবার মৌলিক সংস্করণ সবাইকে প্রদান করে, তবে উন্নত বা প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির জন্য একটি ফি দাবি করে।

সংজ্ঞা ২: 

Freemium বলতে একটি পণ্যের মূল্য নির্ধারণের কৌশলকে বোঝায় যা বিনামূল্যে পণ্য বা পরিষেবাটির কিছু সুবিধা সম্পন্ন সংস্করণ উন্মুক্ত করে দেয়, তবে উন্নত বা প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলির জন্য মুল্য নির্ধারণ করা থাকে। 

English definition: 

Investopedia এর মতে, “type of business model that offers basic features of a product or service to users at no cost and charges a premium for supplemental or advanced features”

মুলবিষয়বস্তু

এটি প্রযুক্তি এবং সফটওয়্যার শিল্পে একটি জনপ্রিয় ব্যবসায়িক মডেল। এটি গ্রাহকদের আকৃষ্ট করতে ও ধরে রাখতে, ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা তৈরি করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীদের কাছে পণ্য সম্পর্কে ধারনা দেয় এবং ফ্রি ভার্সনকে পুজি করে প্রিমিয়াম সুবিধা প্রদানের মাধ্যমে লাভ তৈরি করতে সহায়তা করে। 

নানা রকমের সফটওয়্যার কিংবা গেম এর ক্ষেত্রে প্রথমে ব্যবহারকারীদের জন্য কিছু একটা ভার্সন ছেড়ে দেওয়া হয় যাতে কিছু সুবিধা থাকবে আবার কিছু সুবিধা থাকবে না। এই সুবিধা প্রদান একটি সময়কালের জন্য হতে পারে কিংবা নির্দিষ্ট সংখ্যকবার ব্যবহার করা যাবে এমনও হতে পারে। 

এর থেকে বুঝা যাচ্ছে ব্যবহারকারীগণ পন্য সম্পর্কে একটা ধারনা পেতে প্রথমে ফ্রি ভার্সন ব্যবহার করতে পারে।

সেই সাথে এর থেকে বেশি সুবিধা প্রয়োজন হলে দুইটি কাজ করতে পারে। 

  • সাবস্ক্রিপশন কিনতে পারে  অথবা
  • একটা নির্দিষ্ট টাকা এককালীন প্রদান করতে হয়। 

বাস্তব উদাহরণ:

Freemium মডেলের একটি জনপ্রিয় উদাহরণ হল মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই। Spotify বিনামূল্যে তাদের পরিষেবার একটি মৌলিক সংস্করণ অফার করে, যা ব্যবহারকারীদের বিজ্ঞাপন সহ সঙ্গীত শুনতে দেয়। 

কিন্তু, তারা পরিষেবাটির একটি প্রিমিয়াম সংস্করণও অফার করে, যা বিজ্ঞাপন-মুক্ত এবং অতিরিক্ত কিছু সুবিধা প্রদান করে যেমন অফলাইন প্লেব্যাক এবং উন্নততর সাউন্ড কোয়ালিটি। এই Freemium মডেলটি স্পটিফাইকে গ্রাহকদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে, ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে এবং তা থেকে উপার্জন করতে সাহায্য করেছে।

একই কাজ অনেক অনলাইন গেমও করে। যেখানে নানা রকমের স্কিন বা ভেরিয়েশন গেমের মাঝে সংযুক্ত করতে হলে কিছু টাকা খরচ করতে হয়। 

নানা রকমের সফটওয়্যারেরও ফ্রি কিংবা ট্রায়াল ভার্সন রয়েছে। যেমন: Smallpdf, canva, grammarly, avast ইত্যাদি। 

Use This Term In sentences:

  1. Zibran is considering switching his developed mobile application to a freemium model. 
  2. Rahat is happy with the Freemium model of different software, as it allows him to enjoy various applications to some extent.

 

Share it: