"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

E-Learning

E-Learning এর পূর্ণরূপ হল ইলেক্ট্রনিক লার্নিং। বর্তমান সময়ে একটি বেশ ব্যাপক জনপ্রিয় শিক্ষা পদ্ধতি হিসেবে আমাদের কাছে পরিচিত হল E-Learning। ঘরে বসেই E-learning পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ কিংবা দেশের বাইরে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন এর পরিপূর্ণ সুযোগ পাচ্ছে। 

E-Learning বলতে কি বুঝায়?

ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে ঘরে বসে ইলেট্রনিক ডিজাইনস এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করার কৌশলকে বলা হয় E-learning.

সংজ্ঞা ২:

ই-লার্নিং একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাসরুমে মিলিত না হয়ে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অধ্যয়ন করে থাকে।

English Definition:

Merriam webster এর মতে "A method of study where teachers and students do not meet in a classroom but use the Internet, email, etc. to have classes.”

 

E-Leaning এর কিছু জনপ্রিয় উদাহরণ হল:

  • Google Classroom 
  • Coursera 
  • SKillshare 
  • Elucidat 
  • Moodle 

ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে কোন ধরণের শ্রেণীকক্ষের প্ৰয়োজন ছাড়াও ইন্টারনেটে এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে এবং বুঝতে সুবিধা হয়। এই পদ্ধতির মাধ্যমে একই সাথে অধিক সংখ্যক শিক্ষার্থীরা একসাথে যুক্ত থেকে শিক্ষা অর্জন করার সুযোগ পায়। 

দেশ কিংবা দেশের বাইরের স্কলারদের থেকে প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে নিজের জ্ঞান স্বাণিত করার সুযোগ তৈরী হয়েছে। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং পদ্ধতি একটি আশীর্বাদস্বরুপ। 

প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি এবং অগ্রযাত্রার ফলে সাধারণ মানুষ e-learning পদ্ধতিকে সর্বস্তরে গ্রহণ করছে। বইয়ের পরিবর্তে বর্তমানে আমরা ইলেট্রনিক এডুকেশন ম্যাটেরিয়াল ব্যবহার করছি। বর্তমান সময়ের শিক্ষা অর্জন এর ক্ষেত্রে ই-লার্নিং এর বিকল্প নেই। 

In a sentence

1. E-learning is the new era of the edutech industry.

2. E-Learning helps to grow better education facilities .




Share it: