"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Young Onset Dementia in Bengali

Young Onset Dementia কাকে বলে?

Definition (1):

ডিমেনশিয়াকে Young Onset Dementia বা তরুণ সূচনা ডিমেনশিয়া বলা হয় যখন এটি ৬৫ বছরের নীচের বয়সের মানুষদেরকে আক্রান্ত করে। একে early onset বা পূর্ব সূচনা অথবা working age বা কর্মবয়সী ডিমেনশিয়াও বলা হয়। যদিও এই বয়সের পার্থক্যটি অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কারণ চাকরীগুলো এখন ব্যক্তি এবং পরিস্থিতির প্রভাবের ওপর বেশী গুরুত্ব আরোপ করছে, বয়সের ওপর নয়।

ডিমেনশিয়া হলো ব্রেইন বা মস্তিষ্কের একটি অবনতি একজন ব্যক্তির চিন্তা করা, কারণ দেখানো, যোগাযোগ করা, এবং মনে রাখার ক্ষমতাকে দ্রুত হ্রাস করে। তাদের ব্যক্তিত্ব, আচরণ, এবং মেজাজও প্রভাবিত হতে পারে।

Definition in English:

”Dementia is considered ‘young onset’ when it affects people under 65 years of age.” 

Use of the term in Sentences:

  • Young Onset Dementia can be hard to recognize and rare.
  • People affected by young onset dementia can be often reluctant in accepting that there is something wrong with them when they are well and fit otherwise, and may refuse to visit their doctor.
Share it: