"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Rumination Syndrome in Bengali

Rumination Syndrome কাকে বলে?

Definition (1):

Rumination syndrome বা merycism একটি দীর্ঘস্থায়ী তৎপরতাব্যাধি যাকে পেটের চারপাশের পেশীর অনৈচ্ছিক সংকোচনের কারণে বেশির ভাগ খাবারের আহারের পর অনায়াসে পুনঃস্থাপন দ্বারা চিহ্নিত করা হয়।

Definition (2):

রুমিনেশন সিনড্রোম এমন একটি অবস্থা যেখানে মানুষ বারবার এবং অজান্তেপাকস্থলী থেকে হজম করা বা আংশিকভাবে হজম করে রাখা খাবারকেকন্ঠনালী দিয়ে ছিটকে ওপরে উঠিয়ে নিয়ে আসে, তা আবার চাবায়, এবং তারপর হয় আবার গিলে ফেলে বা থুতু ফেলে দেয়।জানামতে,খাবারটিতখনও হজমনা হওয়ার কারণে তার স্বাদ স্বাভাবিকথাকেএবংবমির মতোঅ্যাসিডযুক্তহয় না।

Definition in English:

”Rumination syndrome, or merycism, is a chronic motility disorder characterized by effortless regurgitation of most meals following consumption, due to the involuntary contraction of the muscles around the abdomen.”

Use of the term in Sentences:

·         In rumination syndrome, the patient rechews regurgitated food.

·         The people with rumination syndrome may swallow the regurgitated food or spit that out.  

Share it: