"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Publicity in Bengali

Publicity কাকে বলে?

Definition (1):

একটি অব্যক্তিগত ধরনের যোগাযোগ যা সংবাদ প্রতিবেদনরূপে সম্প্রচারিত হয় এবং যার ব্যয়ভার সরাসরি কেউ বহন করে না তাকে Publicity বা প্রচার বলা হয়।

Definition (2):

পাব্লিসিটি হলো এক ধরনের প্রচার যা একটি সংবাদ প্রতিবেদনের গণযোগাযোগ প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে এবং যা সাধারণতঃ গণমাধ্যমের দ্বারা বিনামূল্যে সম্প্রচারিত হয়।

Definition (3):

কোন পণ্য, সেবা বা কোম্পানির জন্য জন দৃশ্যমানতা বা সচেতনতাকেই প্রচার বলে।

Definition in English:

“A nonpersonal form of communication transmitted in news story form and not paid for directly by a sponsor.”

Use of the term in Sentences:

  • You can make your product popular through good publicity.
  • The negative publicity has turned out so positive for the new film.
Share it: