"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Panic Disorder in Bengali

Panic Disorder কাকে বলে?

Definition (1):

Panic Disorder বা আতঙ্ক ব্যাধি হলো এক ধরনের উদ্বেগজনিত ব্যাধি। এটি আতঙ্কজণিত অ্যাটাকগুলির কারণ, সত্যিকারের কোনও বিপদ না থাকলেও এগুলো হঠাৎ আতঙ্কের অনুভূতি। আপনার মনে হতে পারে আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আপনার শারীরিক লক্ষণও থাকতে পারে যেমন:

  • দ্রুত হৃদস্পন্দন
  • বুকে বা পেটে ব্যাথা
  • দুর্বলতা বা মাথা ঘোরা
  • ঘাম
  • গরম বা ঠান্ডা লাগা
  • ঝিমঝিম করা বা অসাড় হাত

Definition (2):

আতঙ্ক ব্যাধি বলতে তীব্র ভয়ের আকস্মিক একটি ব্যাধিকে বোঝায় যাতে সত্যিকারের কোনো বিপদ বা বিপদের আপাত কারণ না থাকলেও তীব্র শারীরিক প্রতিক্রিয়ার সূত্রপাত করে।

Definition in English:  

Panic disorder is a type of anxiety disorder. It causes panic attacks, which are sudden feelings of terror when there is no real danger.”

Use of the term in Sentences:

  • Women suffer more commonly from the panic disorder than men.
  • Therapies and medicines can help with panic disorder.
Share it: