"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Market-Based Pricing in Bengali

Market-Based Pricing কাকে বলে?

Definition (1):

Market-Based Pricing বা বাজার-ভিত্তিক মূল্য নির্ধারণ দ্রব্যাদি বা সেবাসমূহের মূল্য নির্ধারণের এমন একটি প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত হয় যা বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই পদ্ধতিতে একটি কোম্পানি একই ধরনের পণ্যসমূহের বিভিন্ন মূল্যসমূহের বিশ্লেষণ করে। কোম্পানিটি তার পণ্যটির বৈশিষ্ট্যসমূহের একটি জটিল বিশ্লেষণ করে এবং তারপর পণ্যটির প্রতিযোগীর পণ্যের থেকে বেশী বা কম বৈশিষ্ট্যসমূহ আছে কিনা তার ওপর ভিত্তি করে মূল্যটি প্রতিযোগীর পণ্যে থেকে বেশী বা কম নির্ধারণ করে।

Definition (2):

বাজার-ভিত্তিক মূল্য নির্ধারণ হলো দাম বা মূল্য নির্ধারণের কাজ যা অনুরূপ পণ্যের বর্তমান বাজারমূল্যের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত থাকে।

Definition in English:

”Market Based Pricing is defined as a process of setting prices of goods/services based on the current market conditions.”

Use of the term in Sentences:

  • Competition-based pricing is another name of market-based pricing.
  • The company has decided to follow market-based pricing.
Share it: