"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Epilepsy in Bengali

Epilepsy কাকে বলে?

Definition (1):

Epilepsy বা মৃগী একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যবস্থার (নিউরোলজিকাল) ব্যাধি যাতে মস্তিষ্কের ক্রিয়াকলাপ অস্বাভাবিক হয়ে যায়, রোগী মূর্ছা যেতে পারে বা পর্যায়ক্রমে অস্বাভাবিক আচরণ, সংবেদন এবং কখনও কখনও সচেতনতার ক্ষতি হয়। যে কারও মৃগী রোগ হতে পারে। মৃগী সব জাত, নৃতাত্ত্বিক পটভূমি এবং বয়সের পুরুষ এবং মহিলা উভয়কেই প্রভাবিত করে।

Definition (2):

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসমূহ (সিডিসি) মৃগীকে মস্তিষ্কের একটি সাধারণ অবস্থা হিসেবে বর্ণনা করে যা বার বার মূর্ছা যাবার কারণ হতে পারে।

Definition in English:

‘The Centers for Disease Control and Prevention (CDC) describe epilepsy as “a common brain condition that causes repeated seizures.”’

Use of the term in Sentences:

  • Epilepsy’s main symptom is repeated seizures.
  • A person should consult a doctor as soon as possible if s/he notices any of epilepsy’s symptoms occurring repeatedly.

 

Share it: