"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Electronic Fund Transfer in Bengali

Electronic Funds Transfer কাকে বলে?

Definition (1):

বৈদ্যুতিক টার্মিনাল, টেলিফোন, কম্পিউটার, বা চুম্বকীয় টেপের মাধ্যমে তহবিল স্থানান্তর যা একটি ব্যাংককে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহকে একটি হিসাব খরচ বা জমা করার নির্দেশ দেয় তাকে Electronic Funds Transfer বা বৈদ্যুতিক তহবিল স্থানান্তর বলা হয়।

Definition (2):

বৈদ্যুতিক তহবিল স্থানান্তর হলো হয় একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অথবা একাধিক প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটার-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে, কোনো ব্যাংক-কর্মীর সরাসরি অংশগ্রহণ ছাড়া এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থের বৈদ্যুতিক স্থানান্তর।

Definition in English:

“The transfer of funds by means of an electronic terminal, telephone, computer, or magnetic tape that orders a bank or other financial institution to debit or credit an account.”

Use of the term in Sentences:

  • You can send this money through electronic funds transfer.
  • Electronic funds transfer has made the process of sending money from one bank account to another so easy and quick.

 

Share it: