"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Commercial Bank in Bengali

Commercial Bank কাকে বলে?

Definition (1):

একটি মুনাফা-অর্জনকারী প্রতিষ্ঠান যা ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহের জমাসমূহ চেকিং এবং সঞ্চয়ী হিসাবসমূহে ধারণ করে এবং তারপর এই তহবিলসমূহকে ঋণ তৈরীর কাজে ব্যবহার করে তাকে Commercial Bank বা বাণিজ্যিক ব্যাংক বলা হয়।

Definition (2):

একটি ব্যাংক যা সাধারণ জনগোষ্ঠীকে এবং কোম্পানিসমূহকে সেবা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

Definition (3):

একটি বাণিজ্যিক ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা জমাসমূহ গ্রহণ করে, চেকিং অ্যাকাউন্ট সেবাসমূহ প্রদান করে, বিবিধ ঋণসমূহ তৈরী করে এবং মৌলিক আর্থিক পণ্যসমূহ প্রদান করে যেমন: সার্টিফিকেটস্ অফ ডিপোজিট বা জমার সনদসমূহ এবং ব্যক্তিসমূহ ও ছোট ব্যবসাসমূহের প্রতি সঞ্চয়ী হিসাবসমূহ।

Definition in English:

“A profit-making institution that holds the deposits of individuals and businesses in checking and savings accounts and then uses these funds to make loans.”

Use of the term in Sentences:

  • Commercial banks offer different types of loans to individuals and businesses.
  • Jim has joined in a commercial bank as a relationship officer.
Share it: