"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Acrophobia in Bengali

Acrophobia কাকে বলে?

Definition (1):

Acrophobia বা উচ্চতা ভীতি হলো উচ্চতার এক অস্বাভাবিক মাত্রাতিরিক্ত এবং অবিরাম ভয়। ভুক্তভোগীরা চূড়ান্ত উদ্বেগের মুখোমুখি হন যদিও তারা সাধারণত বুঝতে পারেন যে, নিয়মানুযায়ী, উচ্চতা তাদের কাছে সত্যিকার অর্থে কোনো হুমকির কারণ নয়। শব্দটির উৎপত্তি গ্রীক শব্দ "অ্যাক্রোন"এবং"ফোবস"থেকে। "অ্যাক্রোন" অর্থ উচ্চতা এবং "ফোবস"অর্থ ভয়।

Definition (2):

অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি বলতে উচ্চ স্থানে থাকার অস্বাভাবিক ভয় বা উচ্চতার ভয়কে বোঝায়।

Definition (3):

উচ্চতার চরম বা অযৌক্তিক ভয়কে অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি বলা হয়।

Definition in English:

“An abnormally excessive and persistent fear of heights”

Use of the term in Sentences:

  • Kim has acrophobia, so, she couldn’t look down from the top of the building.
  • Generally, there is no treatment of acrophobia.
Share it: