"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Cybercrime

Cybercrime (সাইবারক্রাইম) কাকে বলে?

সাইবারক্রাইম হলো কম্পিউটার, ইন্টারনেট সহ তথ্যপ্রযুক্তির জগতে কোন অপরাধকর্ম করা। সাইবার অপরাধীরা সাধারণত নিজেদের পরিচয় গোপন রেখে কোন মানুষ বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য বা সম্পদ আআত্মসাৎ করে বা কারার চেষ্টা করে।

Bengali Definition:

অক্সফোর্ড ডিকশনারি বলছে, Cybercrime হল একটি বিশেষ্যপদ যা দ্বারা কম্পিউটার অথবা ইন্টারনেটের সাহায্যে কোন ধরনের অপরাধকার্য সম্পাদনা করাকে বুঝায়। 

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী Noun, সাইবারক্রাইম হল - "crime or illegal activity that is done using the internet." 

Use it in a Sentence

  • Cybercrimes are on the rise. (সাইবার অপরাধ বেড়েই চলেছে।) 
  • It is possible to commit cybercrimes while remaining completely anonymous. (সম্পূর্ণ অজ্ঞাত থেকে সাইবারক্রাইম করা সম্ভব।)

 

Share it: