"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Conspiracy theory (ষড়যন্ত্র তত্ত্ব)

আলোচিত কোন ঘটনার কোন স্পষ্ট বিশ্লেষণ-ব্যাখ্যা যখন থাকে না, তখন সেই কার্যকারণের ব্যাখ্যায় ষড়যন্ত্রের সূত্রপাত হয়। আর সেই ঘটনার অজানা তথ্য বা রহস্য উন্মোচনের জন্য নানা ধরনের তত্ত্ব তৈরি হয়। যার পক্ষে বা বিপক্ষে ভিন্ন ভিন্ন যুক্তি থাকে। 

যেমনঃ চাঁদে আদৌ মানুষ অবতরণ করে নি, জন এফ কেনেডিকে সিআইএ গুপ্তহত্যা(assacination) করিয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ভুয়া, ফ্ল্যাট আর্থ থিওরি- সহ নানা বিষয়ের কন্সপিরেসি থিওরি বিশ্বব্যাপী বহুল আলোচিত। 

 

Definition:

এক বা একাধিক ঘটনার জন্য কোন ক্ষমতাশালী সংস্থা বা প্রতিষ্ঠানের ভূমিকাকে দায়ী করে ব্যাখ্যা প্রকাশ করাকে conspiracy theory বা ষড়যন্ত্র-তত্ত্ব বলা হয়ে থাকে।  

English Definition:

ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “a theory that explains an event or set of circumstances as the result of a secret plot by usually powerful conspirators.”

 

সর্বশেষ করোনা মহামারির শুরুর দিকে একধরনের conspiracy theory প্রচার হতে শুরু করে, যেখানে

প্রথমত, করোনা ভাইরাসকে সর্দি কাশির মতো সাধারন অসুখ হিসেবে আখ্যায়িত করে,

দ্বিতীয়ত, করোনার ভয়ে মাস্ক পড়া অস্বাস্থ্যকর এবং বিপদজনক হিসেবে আখ্যায়িত হয়। 

কন্সপিরেসি থিওরির জন্য যে পারিপার্শ্বিক, সামাজিক এবং ব্যাক্তিগত ক্ষতি সাধিত হতে পারে তার উৎকৃষ্ট উদাহরন করোনা বিষয়ক এই ষড়যন্ত্রমূলক তত্ত্ব এবং তার পরের ফলাফল। আমেরিকার করোনা পরিস্থিতির করুন অবস্থার জন্য এটি সরাসরি জড়িত।  

 

In a sentence:

  • Think of any major world event and there is almost certainly at least one conspiracy theory to explain it.
  • Conspiracy theories also reflect how we intuitively understand the world and events in it.
  • Conspiracy theories can also paradoxically be emotionally reassuring.

 

Share it: