"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Cerebral Cortex

মানুষের মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির নাম সেরেব্রাম। এই সেরেব্রামকে আবৃত করে  রাখা ধূসর রঙের আবরণের নাম সেরেব্রাল কর্টেক্স

এটি নিউরনের তৈরি একটি আবরণ। শুধু মাত্র এই অংশেই প্রায় ১৪- ১৬ বিলিয়ন নিউরন কোষ থাকে।  স্তন্যপায়ী প্রানীর মস্তিষ্কের এই অংশে নিউরনের ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ায় এই অংশে নিউরনের কার্যকলাপ সবচেয়ে বেশি হয়ে থাকে। মানুষের মস্তিষ্কের এই অংশে- উপলব্ধি, কল্পনা, চিন্তা, রায় বা সিদ্ধান্তের মতো অতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়ে থাকে। 

Definition:

মস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রামকে আচ্ছাদিত করে রাখা বেশি ঘনত্বের নিউরন দিয়ে তৈরি আবরণকে Cerebral cortex বলা হয়। 

English definition:

মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী, “the convoluted surface layer of the gray matter of the cerebrum that functions chiefly in the coordination of sensory and motor information.”

সেরেব্রাম কর্টেক্স মস্তিষ্কের সবচেয়ে উপরের অংশ। যা কিনা মস্তিষ্কের প্রধান দৃশ্যমান অংশ। আবরণটি মাত্র ২-৪ মিলিমিটারের হলেও এর ওজন মস্তিষ্কের ওজনের প্রায় দুই-তৃতীয়াংশ।

সেরেব্রাম কর্টেক্স এর উপর নির্ধারিত হয়ঃ

  • বুদ্ধি
  • ব্যক্তিত্ব
  • চলাচল ক্ষমতা
  • পরিকল্পনা এবং সংগঠিত করার ক্ষমতা
  • স্পর্শ অনুভূতি
  • ইন্দ্রিয় জনিত সংবেদনশীলতা
  • সংবেদনশীল তথ্যের প্রক্রিয়াকরণ
  • ভাষা প্রক্রিয়াকরণ
  • সৃজনশীলতা
  • সিদ্ধান্ত গ্রহন

 

In a sentence:

  • Scientists can use the interruption in electrical traffic in the cerebral cortex to trigger a computer to activate a motor in a prosthetic arm, or to click a virtual mouse on a computer screen.
  • In focusing their research on the cerebral cortex, neuroscientists have tended to emphasize the centrality of high-level cognition.

 

Share it: