"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Air Curtain

দরজার উপরে অনুভূমিকভাবে লাগানো একটি বৈদ্যুতিক যন্ত্র যা Compressed air এর একটি নিরবচ্ছিন্ন প্রবাহ তৈরি করে অদৃশ্য একটি বিভাজন তৈরী করে দুই পাশে বাতাসকে পৃথক রাখে। মানুষ বা যান চলাচলে কোনো প্রকার বাঁধা সৃষ্টি না করে কম্প্রেসড এয়ার এর নিরবিচ্ছিন্ন-নিন্মমুখী প্রবাহটি দুটি আলাদা অংশের তাপমাত্রা, বাতাসের মানের তারতম্য বজায় রাখে এবং কোন পোকামাকড়ের প্রবেশ রোধ করে।

Definition 1:

প্রবেশদ্বারের দুই পাশের বাতাসের মান ও তাপমাত্রার পার্থক্য বজায় রাখতে দরজার উপর থেকে compressed air এর একটি নিরবিচ্ছিন্ন প্রবাহ বা স্রোত চলমান থাকে, এটিই Air Curtain বা বায়ুস্তম্ভ। 

Definition 2:

অক্সফোর্ড ডিকশনারি মতে, এয়ার কার্টেন দ্বারা সংকুচিত বায়ুর (compressed air) চাদর বা দেওয়ালকে বুঝায় যা কোন খোলা জায়গায় বিশেষত কোন দরজার সম্মুখে দেওয়া থাকে। 

English Definition:

ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারি মতে,

"an artificially created stream of moving air that is blown across a doorway or other opening to create a barrier to prevent heat transfer and repel flying insects."

উচ্চগতি সম্পণ্ণ সংকুচিত বাতাসের (compressed air) স্রোতের কারণে বাহিরের বাতাস ভেতরে আসতে পারে না, ফলে বাহিরের ধুলিকণাও ভেতরে প্রবেশ করতে পারেনা; আবার ভেতরের বাতাস বাইরে যেতে পারে না বলে অধিকতর কার্যকর উপায়ে শীতাতপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

পাশাপাশি দুটি অংশের বাতাসের মান আলাদা রাখার পাশাপাশি দুটি আলাদা অংশের ঠান্ডা ও গরম বাতাসের মধ্যে একটি পরিষ্কার বিভেদ তৈরি করা এবং তা বজায় রাখা Air Curtain এর প্রধান কাজ।

In a Sentence:

  • The air curtains in supershops ruin hairstyles without fail. (সুপারশপের এয়ার কার্টেনগুলো সবসময় চুলের স্টাইল নষ্ট করে দেয়।)
  • Air curtains keep the warm air out to improve the air-cooling efficiency. (এয়ার কার্টেন গরম বাতাসকে বাইরে রেখে শীতাতপ নিয়ন্ত্রণের কার্যকারিতা বৃদ্ধি করে।)

 

Share it: