"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Adblocker

Ad+blocker = ad blocker

ওয়েবপেইজে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন বিজ্ঞাপন (ad) চলতে শুরু করা থামানোর জন্য একধরনের সফটওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয়। ওয়েব পেইজে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করা Ad বা বিজ্ঞাপন যে সফটওয়্যার block বা বন্ধ করতে পারে সেটিই এড-ব্লকার (Ad blocker)। 

Definition:

অক্সফোর্ড ডিকশনারি মতে, বিশেষ একধরণের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা ওয়েবসাইট ব্যবহারের সময় কোন ওয়েবপেইজে অনলাইন বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারে।    

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, "a computer program or software that prevents advertisements from being displayed on a website."

 

দর্শক ইচ্ছাকৃতভাবে দেখছে না এমন যেকোন ধরণের স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করা বিজ্ঞাপন এই সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই বন্ধ করা যায়। তবে এড-ব্লকার ব্যবহারে ওয়েবসাইটগুলোর বিজ্ঞাপন থেকে আয় কমে উল্লেখযোগ্য হারে কমে যায়। অধিকাংশ ওয়েবসাইট এর আয়, Ad বা বিজ্ঞাপন থেকে করা উপার্জন এর উপর অনেকাংশেই নির্ভর করে। Ad-blocker এর ক্রমবর্ধমান ব্যবহার এর ফলে ওয়েবসাইটগুলো উল্লেখযোগ্য ভাবে আর্থিক ক্ষতির স্বীকার হতে পারে। 

In a sentence:

  • I'm about to give up and install an ad blocker.
  • Widespread use of ad blockers could pose a threat to the way many websites are currently funded.
Share it: