"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

High-intensity Interval Training (HIIT)

HIIT Exercise হল এক ধরণের কার্ডিওভাসকুলার ব্যায়াম কৌশল যা অল্প সময়ের জন্য বিরতি নিয়ে করা হয় এবং পুরোপুরি ক্লান্ত না হওয়া পর্যন্ত এই ব্যায়াম চালিয়ে যেতে হয়। 

Definition 1:

সীমিত সময়ে সর্বোচ্চ কঠোর অনুশীলনের মাঝে অল্প সময় বিশ্রাম নিয়ে করা এমন একধরনের শরীরচর্চা পদ্ধতি যা ক্লান্ত না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া হয়। 

Definition 2:

ক্যামব্রিজ ডিকশনারি মতে, স্বল্প সময়ে তীব্র/ কঠোর অনুশীলনের মাঝে অল্প সময়ের বিরতির সমন্বয়ে করা এক বিশেষ ধরনের শরীরচর্চা পদ্ধতি।

English definition:

অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী,  “a form of exercise in which you do very hard physical activity with easier exercises in between.”

 

হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং এর তীব্রতা অন্যান্য শরীরচর্চা পদ্ধতির তুলনায় অনেক বেশি হবার কারণে প্রতিদিন করলে ইনজুরির সম্ভবনা থাকে। এজন্য এই শরীরচর্চার উপকার পেতে বিশেষজ্ঞরা সপ্তাহে ২-৩ দিন এই অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকে। 

HIIT ব্যায়াম করার ফলে-

  • অল্প সময়ে দ্রুত ক্যালরি ক্ষয় হয়
  • মেটাবলিক রেট বৃদ্ধি পায়
  • চর্বি কমায়
  • মাংসপেশি সুগঠিত হয় ও বৃদ্ধি পায়
  • অক্সিজেন গ্রহনের হার বৃদ্ধি করে
  • ব্লাড প্রেশার কমায়
  • সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে

 

In a sentence:

  • High-intensity interval training is a time-efficient way to keep in shape.
  • Use HIIT as part of your cardio routine.

 

Share it: