Eatable /adjective/ (আহারযোগ্য):
কোনো ব্যক্তির কাছে কোনো কিছু যখন খাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়, তখন সেই খাদ্য দ্রব্য ওই ব্যক্তির কাছে Eatable. যেমন – ভাত, রান্না করা মাংস। একজন ব্যক্তির কাছে কোনো খাবার Eatable হলেও অন্য একজন ব্যক্তির কাছে তা Eatable নাও হতে পারে।
Eatable refers to something fit to be consumed as food.
Example:
Edible /adjective/ (ভোজ্য):
Edible হচ্ছে ভোজ্য। যে জিনিস খেলে শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না, তাই Edible. কোনো খাবার একজন ব্যক্তির কাছে Eatable না হলেও তা Edible হতে পারে। যেমন – ধান, কাঁচা মাংস।
Edible means fit to be eaten. Many things that someone may not want to eat are, in fact, edible. Certain insects are edible, which just means that someone can consume them without getting sick.
Example: