"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Amount & Number, Cause & Reason

  Amount (পরিমান) & Number (সংখ্যা )

  কোন কিছুর পরিমান বোঝাতে amount ব্যবহৃত হয়। Uncountable noun এর পরিমান নির্দেশ করতে এটি ব্যবহৃত হয় ।

আবার বিপুল পরিমান বোঝাতে ও plural countable noun এর সাথে amount হয় ।

Example:

  • There is a small amount of water in the jug. (Number নয়)
  • We hoard a large amount of mangoes in the godown each year. (Number নয়)

 

  কোন কিছুর সংখ্যা নির্দেশ করতে number ব্যবহৃত হয় । অর্থাৎ countable noun এর সংখ্যা বোঝাতে number ব্যবহার হয়ে থাকে।

Example:

  • A large number of student read in the college. (Amount নয় )

 

  Cause (কারণ) & Reason (কারণ)

  Cause হচ্ছে তাই যা result বা ফলাফল নির্ণয় করে। Result প্রকাশে cause জানাটা মুখ্য বিষয়।

Example:

  • Drinking and driving is a common cause of traffic accidents. (Reason নয়)
  • This disease can cause blindness. (Reason নয়)

 

  Reason হচ্ছে তাই, যা কোন result বা ফলাফলকে explain বা বিশ্লেষণ করে।

Example:

  • There was no reason for his coming. (Cause নয়)
  • They were locked up without any reason.
Share it: