"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Famous Quotations

"সবকিছুই আমাদের প্রভাবিত করে, তাই চেষ্টা করি অভিজ্ঞতাগুলো যেন ইতিবাচক হয় "

মায়া অ্যাঞ্জেলু, মার্কিন কবি

"সবকিছুই মজার, যতক্ষণ সেটা অন্যের ক্ষেত্রে ঘটছে "

উইল রজার্স, মার্কিন অভিনেতা

"সবচেয়ে জঘন্য একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা "

মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক

"সবাই দুনিয়া বদলানোর কথা বলে, কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা বলে না "

লিও টলস্টয়, রুশ লেখক

"সবাইকে ভালোবাসো, বিশ্বাস করো অল্প কয়েকজনকে, কারও সঙ্গে ভুল কিছু করো না "

উইলিয়াম শেকসপিয়ার, ইংরেজ নাট্যকার

"সমাজ আমাদের মননে থাকে, বাস্তবে থাকে রক্ত মাংসের ব্যক্তি মানুষ "

অস্কার ওয়াইল্ড (আইরিশ নাট্যকার)

"সমাজের প্রথম কাজ হচ্ছে ন্যায়বিচার নিশ্চিত করা "

অ্যালেক্সন্ডার হ্যামিল্টন, মার্কিন রাজনৈতিক

"সমাজের সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে অজ্ঞতা "

এমা গোল্ডম্যান, লিথুনীয় রাজনীতিবিদ

"সময় ও ধৈর্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা "

লিও টলস্টয়, রুশ লেখক

"সময় নষ্ট করে আনন্দ পেলে সেটাকে নষ্ট করা বলে না "

বার্ট্রান্ড রাসেল,ইংরেজ দার্শনিক

"সময় নষ্ট করে উড়িয়ে দিলে সেটা শুধু নষ্টই হয়"

বার্ট্রান্ড রাসেল,ইংরেজ দার্শনিক

"সময়ের বিশেষত্ব হচ্ছে সবকিছু একসঙ্গে ঘটে না"

আলবার্ট আইনস্টাইন

"সাচ্চা বন্ধু থাকলে জীবনে সুখী হওয়া যায়, কিন্তু যে স্ত্রীর মধ্যে সাচ্চা বন্ধু খুজে পায়, সেই সবচেয়ে সুখী "

ফ্রাঞ্জ স্কুবার্ট, অস্ট্রিয়ান সঙ্গীতজ্ঞ

"সাধারন একটা হাসি কী করতে পারে আমরা আসলে তা জানি না "

মাদার তেরেসা (আলবেনীয় মানবতাবাদী)

"সাফল্য তাদেরই আসে, যারা সাফল্যের দিকে ফিরে তাকানোর সময় খুব কমই পায়"

হেনরি ডেভিড থরিয়্যু, মার্কিন কবি ও দার্শনিক