"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Lockdown vs Containment

Lockdown এবং containment এর পার্থক্য

Lockdown হলো কোনো সঙ্কটাপূর্ণ সময়ে নেওয়া একটি সুরক্ষা আইন যা মানুষকে কোনো ভবন, স্থান বা এলাকা ছেড়ে যেতে বা সেখানে প্রবেশ করতে বাধা দেয়।

Containment মানে ক্ষতিকারক কোনোকিছু যেমন মহামারী, সংক্রামক ব্যাধি বা বিষাক্ত বস্তুর (গ্যাস, বাষ্প ইত্যাদি) বিস্তারকে নিয়ন্ত্রণে বা সীমিত রাখার আইন বা প্রক্রিয়া।

 

Lockdown [noun] তালাবদ্ধ;মানুষকে কোনো নির্দিষ্ট স্থানে আটকিয়ে রাখা বা প্রবেশ করতে না দেয়া;

Lockdown হলো কোনো জরুরি অবস্থায় নেয়া একটি সুরক্ষা ব্যবস্থা যা মানুষকে কোনো স্থান বা ভবন ছেড়ে যেতে বা সেখানে প্রবেশ করতে বাধা দেয়।

Lockdown is a security step taken during any emergency which prevents anyone from leaving or entering any place or building.

Examples:

  • Many countries are under lockdown to prevent the rapid spread of coronavirus.
  • During this Covid-19 pandemic, many countries are releasing the lockdown to keep the wheel of economic activities moving.
  • Every person is now familiar with the term lockdown during this Covid-19 pandemic.
  • This hospital was under lockdown for a long time.
  • The government has released the lockdown from this place recently.

 

Containment [noun] ক্ষতিকারক কোনোকিছু নিয়ন্ত্রণে বা সীমিত রাখার প্রক্রিয়া;

Containment হলো একটি নীতি বা আইন যার সাহায্যে কোনো সংক্রামক ব্যাধি, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো বিপদজনক বা ক্ষতিকারক পরিস্থিতির বিস্তারকে সীমিত রাখা হয়।

Containment is a policy or act of limiting the spread or expansion of a contagious disease, natural disaster, or other dangerous or harmful situations.

Examples:

  • The government’s prime concern is the containment of the rapid spread of Covid-19.
  • The governments of different countries are taking immediate measures for the containment of the spread of coronavirus.
  • The police’s only concern was the containment of the mass agitation.
  • The government is taking different containment policies and strategies to control the situation.
  • The farmers are applying insecticides to the crops for the containment of the insects’ attack.

 

Share it: