"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Stationery Shop Items

যখন কোনো স্টেশনারী দোকানে যান, তখন আপনি পরিচিত অনেক জিনিস সেখানে দেখতে পান। কিন্তু সেগুলোর আসল নাম কি আপনার জানা আছে? এখানে, আমরা সেরকমই দশটি প্রচলিত জিনিস নিয়ে আলোচনা করবো।

 

Lined / unlined paper [লাইন টানা/ লাইন ছাড়া কাগজ]

Lined paper হলো লেখার কাগজ যার ওপর লাইন টানা থাকে এবং unlined paper হলো যার ওপর কোনো লাইন টানা থাকে না।

 

Ring binders [রিং বাইন্ডার্স]

একটি বিশেষ ধরনের ফোল্ডার যেখানে আপনি অনেকগুলো কাগজের শিট একসাথে রাখতে পারেন তাকে Ring binders বলা হয়।  এগুলোতে দুইটি ধাতব রিং থাকে যেগুলো কাগজের বামপাশের ফুটোর মধ্যে দিয়ে যায়।

 

Post-it notes [পোস্ট-ইট-নোটস্]

পোস্ট-ইট-নোট হলো ছোট বর্গাকার কাগজের টুকরো যার এক প্রান্তে একটি আঠালো অংশ থাকে। আপনি কোনোকিছু করার কথা মনে করিয়ে দেয়ার জন্য এগুলোকে একটি দেয়ালে বা ডেস্কে লাগিয়ে রাখতে পারেন।

 

A hole punch [হোল পাঞ্চ]

হোল পাঞ্চ একটি যন্ত্র যা এক টুকরো কাগজে দুইটি ফুটো করে যাতে আপনি সেটাকে একটা রিং বাইন্ডার্সে রাখতে পারেন।

 

Ink-jet cartridges [ইঙ্ক-জেট কার্টরিজেস]

ভেতরে রঙ্গিন কালিসহ একটি ছোট প্লাস্টিকের পাত্রকে ইঙ্ক-জেট কার্টরিজ বলা হয়। এগুলো কম্পিউটার প্রিন্টারের ভেতরে থাকে।

 

Highlighter pens [হাইলাইটার পেনস্]

এগুলো হলো বিশেষ ধরনের কলম যা আপনি কোন কাগজের একটি অংশকে উজ্জ্বল হলুদ, কমলা, সবুজ বা নীল করতে ব্যবহার করে থাকেন। আপনি সেগুলো ব্যবহার করে থাকেন যাতে গুরুত্বপূর্ণ রচনাংশ বা বক্তব্য সহজে দেখতে পাওয়া যায়।

 

Liquid paper / correction fluid [লিকুইড পেপার/ কারেক্শন ফ্লুইড]

আপনার লেখায় কোন ভুল হলে তার ওপর আপনি যে সাদা রঙের তরল পদার্থ দিয়ে রং করে দেন তাকে লিকুইড পেপার বলে। পাঁচ মিনিট পর আপনি এর ওপর আবার লিখতে পারেন।

 

Sellotape [সেলোটেপ]

সেলোটেপ হলো একটি স্পষ্ট প্লাস্টিক টেপ যা আপনি কোনো কিছু আটকানো বা লাগানোর কাজে ব্যবহার করে থাকেন।

 

Marker pens [মার্কার পেনস্]

এগুলো হলো বিশেষ ধরনের কলম যা আপনি হোয়াইট-বোর্ড বা সাদা বোর্ডে লেখার কাজে ব্যবহার করে থাকেন।

 

Drawing pins [ড্রইং পিন]

ড্রইং পিন হলো ছোট চ্যাপ্টা গোলাকার মাথাবিশিষ্ট একটি পিন যা আপনি একটি দেয়ালে বা বোর্ডে কোন কাগজ লাগিয়ে রাখার জন্য ব্যবহার করে থাকেন। চ্যাপ্টা গোলাকার মাথাটি বিভিন্ন রঙের বা সাধারণ ধাতব রঙের হতে পারে।

 

 

 

 

 

Share it: