"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Describe People Who We Dislike

দুর্ভাগ্যজনক হলেও এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা অপছন্দ করি। যদি কেউ ইংরেজীতে আপনার কাছে জানতে চায় যে অপছন্দের মানুষটি আসলে কেমন, তখন তাকে অপছন্দ করার কারণগুলো বলার জন্য কিছু না-বোধক adjective আপনাকে জানতে হবে। সেরকমই কিছু অভিব্যক্তি নিয়ে আমরা এখানে আলোচনা করবো যা আপনি কথা বলা এবং লেখার সময় ব্যবহার করতে পারবেন।

 

Unfriendly/cold (অবন্ধুত্বপূর্ণ/ উদাসীন)

এই শব্দগুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে সহজে কারও সাথে বন্ধুত্ব করতে পারে না এবং এমন কথা বলে বা এমন কাজ করে যে মানুষ তাকে অপছন্দ করে।

 

Short-tempered/quick-tempered (বদমেজাজি/ খিটখিটে)

এই adjective-টি এমন কাউকে বোঝায় যে খুব তাড়াতাড়ি রেগে যায় বা প্রায়ই অন্যদের সাথে রাগারাগি করে।

 

Lazy (অলস)

এই শব্দটি দিয়ে এমন কাউকে বোঝায় যে খুব বেশী কাজ করে না বা চেষ্টা করে যে যতটা সম্ভব কম কাজ করা যায়।

 

Stupid/dim-witted (অপদার্থ/ অস্পষ্ট উপস্থিত বুদ্ধিসম্পন্ন)

এই adjective-গুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে বুদ্ধিমান না।

 

Boring/dull (বিরক্তিকর/ নিস্তেজ)

এই শব্দগুলো দিয়ে এমন কোন ব্যক্তিকে বোঝায় যে একেবারেই নিরস বা গুরুগম্ভীর প্রকৃতির।

 

Mean/stingy (জঘন্য/ নীচ)

এই adjective-গুলো দিয়ে এমন কাউকে বোঝায় যে কাউকে কিছু বা কোনো প্রকার সাহায্য দেয় না।

 

Inconsiderate/thoughtless (অবিবেচক)

এই শব্দগুলো দিয়ে এমন কোন ব্যক্তিকে বোঝায় যে কোনো সিদ্ধান্ত নেবার সময় অন্য মানুষদের কথা চিন্তা করে না।

 

Strict/authoritarian (কঠোর/ কর্তৃত্ববাদী)

এই adjective-গুলো দিয়ে এমন কাউকে বোঝায় (সাধারণতঃ একজন শিক্ষক/ বস্/ পিতা/মাতা) যিনি খুব কঠোর নিয়মকানুন তৈরী করেন এবং অন্যদেরকে তা মেনে চলতে বাধ্য করেন।

 

Unreliable (অনির্ভরযোগ্য)

এই শব্দটি দিয়ে এমন কাউকে বোঝায় যে বা যারা কোন কাজ করবে বলে কিন্তু বাস্তবে তা করেনা। অর্থাৎ যার বা যাদের ওপর আপনি নির্ভর করতে পারেন না।

 

Dishonest (অসৎ)

এই adjective-টি দিয়ে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে মিথ্যা কথা বলে বা অন্যদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে।

 

 

 

 

 

Share it: