"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

How to make Friendship in English?

Friendship বা বন্ধুত্ব হলো দুইটি মানুষের মধ্যে পারস্পরিক মমত্ববোধের বা বোঝাপড়ার একটি সুন্দর সম্পর্ক। কারও সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে তার সাথে কথা বলা শুরু করতে হবে। কিন্তু যাকে আপনি চেনেন না তার সাথে আপনি কিভাবে ইংরেজীতে কথা বলা শুরু করবেন?

এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাকে ভাবতে হবে যে আপনি নিজের মাতৃভাষায় কিভাবে বন্ধুত্ব করেন।

সচরাচর আপনি এমনকিছু নিয়ে কথা বলা শুরু করবেন যা আপনাদের মধ্যে Common. নিচে কিছু উদাহরণ বা Example দেয়া হলো:

  • এমনকিছু যা আপনার চারপাশে ঘটছে। যেমন: আপনি যদি কোন রেলওয়ে স্টেশনে থাকেন তবে ট্রেনের সময়; স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে থাকলে ক্লাস সম্পর্কে কথা বলতে পারেন; যদি কোন অনুষ্ঠানে থাকেন তবে খাবার, পানীয়, গান বা ছায়াছবি নিয়ে কথা বলতে পারেন; অফিসে থাকলে অফিসের কাজকর্ম নিয়ে কথা বলতে পারেন, প্রভৃতি।
  • Weather বা আবহাওয়া নিয়ে কথা বলতে পারেন।
  • Sports বা খেলাধুলা নিয়ে কথা বলতে পারেন।
  • দেশের political situation বা রাজনৈতিক অবস্থা নিয়েও কথা বলতে পারেন। তবে এটা কিছুটা গুরুগম্ভীর আলোচনা হয়ে যাবে।

লাজুক হলে বা ইতস্ততঃ বোধ করলে চলবেনা। আপনাকে অবশ্যই কথোপকথন শুরু করতে হবে। একবার কথা বলা শুরু করলে আপনি নিজেই কিছুটা ধারণা করতে পারবেন যে মানুষটি কেমন ধরনের। তারপর সে ধারণার ওপর ভিত্তি করে আপনি বাকি কথোপকথন চালিয়ে নিয়ে যেতে পারবেন।

উপরোল্লেখিত ক্ষেত্রগুলোর প্রেক্ষিতে কিছু English sentence বা বাক্যের উদাহরণ বা Example দেয়া হলো:

  • Hello, when is your train? (In railway station)
  • Hi, which class are you from? / Hi, when is your class? (In school, college or university)
  • Hi, I’m X (Your name) and you? What kind of food or drinks do you prefer? Do you love music? Do you watch movies? etc. (In a party)
  • Hi, how’s your work going on? Are you enjoying your work? etc. (At office)
  • Hi, the weather is really nice/ hot/ cold. Which season do you prefer? etc.
  • Hi, are you a sports lover? Which sports do you prefer? etc.

Common translations - 'Talking to strangers'

এগুলো খুব সহজ কিছু উদাহরণ, যা থেকে আপনি একটি সহজ এবং সুন্দর ধারণা পেতে পারেন যে কিভাবে আপনি ইংরেজীতে বন্ধুত্ব করতে পারেন। আপনি নিজের পারিপার্শিক অবস্থার প্রেক্ষিতে আপনার সামনের মানুষটির সাথে উপরের উদাহরণ থেকে ধারণা নিয়ে কথোপকথন শুরু করতে পারেন খুব সহজেই। মোটকথা, Hesitation বা জড়োতা কাটিয়ে কথোপকথন শুরু করতে হবে এবং আশা করা যায় সেই কথোপকথোন থেকেই সূচনা হবে একটি সুন্দর, আন্তরিক বন্ধুত্বের।

Share it: