"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Wholesale in Bengali

Wholesale কাকে বলে?

Definition (1):

Wholesale বা পাইকারী বিক্রয় হলো দ্রব্যসমূহ বড় পরিমাণে এবং সেহেতু, অপেক্ষাকৃত কম মূল্যে ক্রয় এবং বিক্রয় করার কাজ, সাধারণতঃ দোকানদারদের কাছে যারা তারপর সেগুলো জনসাধারণের কাছে বিক্রয় করে।

Definition (2):

একটি পাইকারী বিক্রয় ব্যবসা হলো একটি ব্যবসা যা বড় পরিমাণে অন্য ব্যবসার কাছে বিক্রয় করে যা সেই উপকরণগুলো পুনঃবিক্রয় করবে বা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করবে।

Definition in English:

“Wholesale is the activity of buying and selling goods in large quantities and therefore at cheaper prices, usually to shopkeepers who then sell them to the public.”

Use of the term in Sentences:

  • I think you should buy the items on wholesale.
  • Jim is engaged in a wholesale business.
Share it: