"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Venture Capital in Bengali

Venture Capital কাকে বলে?

Definition (1):

ব্যক্তিগণ বা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নতুন প্রতিষ্ঠানসমূহ, যেগুলোর উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাদেরকে প্রদানকৃত তহবিলসমূহকে Venture Capital বা উদ্যোগ মূলধন বলা হয়। বিনিয়োগকারী মালিকানার একটি অংশ এবং বারংবার নিয়ন্ত্রণের একটি অংশ লাভ করে।

Definition (2):

উদ্যোগ মূলধন হলো সেই অর্থায়ন যা বিনিয়োগকারীগণ নতুন প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসাসমূহ, যেগুলোর দীর্ঘ মেয়াদে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশ্বাস করা হয়, তাদেরকে প্রদান করে।

Definition in English:

“Funds provided by individuals or organizations to new firms with high potential for growth; the investor receives a share of the ownership and frequently a share of control.”

Use of the term in Sentences:

  • The small business is financing its short-term and some of its long-term liabilities with venture capital.
  • Are you trying to get venture capital for your new business?
Share it: