"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Trade Sales Promotion in Bengali

Trade Sales Promotion কাকে বলে?

Definition (1):

একটি প্রতিষ্ঠান যে কার্যক্রমের সাহা্য্যে পাইকারী বিক্রেতা, খুচরা বিক্রেতা, বা বিক্রয় প্রতিনিধিদের প্রতিষ্ঠানটির পণ্যসমূহ মজুদ বা বিক্রয়ের জন্য উৎসাহিত করে তাকে Trade Sales Promotion বা বাণিজ্য বিক্রয় প্রচার বলা হয়।

Definition (2):

বাণিজ্য বিক্রয় প্রচার হলো একটি প্রচার সংক্রান্ত কার্যক্রম যা চাহিদা এবং বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে পণ্যসমূহকে বিভিন্ন প্রচার মাধ্যমসমূহের মধ্যে দিয়ে চালিত করে।

Definition in English:

“Activities a firm directs to wholesalers, retailers, or salespeople to encourage them to stock or sell its products.”

Use of the term in Sentences:

  • The company has arranged a training program as a part of its trade sales promotion.
  • Are you thinking of arranging a trade show as a trade sales promotion
Share it: