"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Trade Credit in Bengali

Trade Credit কাকে বলে?

Definition (1):

সরবরাহকারীদের কাছ থেকে একটি প্রতিষ্ঠান যে ক্রয়সমূহ সম্পন্ন করে তার ওপর সেই সরবরাহকারীরা যে ঋণ প্রদান করে তাকে Trade Credit বা বাণিজ্য ঋণ বলা হয়।

Definition (2):

একটি বাণিজ্য ঋণ হলো একটি ব্যবসার সাথে অন্য ব্যবসার চুক্তি যেখানে একজন গ্রাহক নগদ পরিশোধ না করে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে এবং পরবর্তী নির্ধারিত একটি তারিখে সরবরাহকারীকে মূল্য পরিশোধ করে।

Definition in English:

“Credit given by suppliers for the purchases the firm makes from these suppliers.”

Use of the term in Sentences:

  • Trade credit will let you pay the cash later to the suppliers for the goods purchased now.
  • Are you buying the goods from the supplier on a trade credit?
Share it: